গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী আহত
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় জালিমা(১৫) নামের এক স্কুলছাত্রী আহত হয়েছে। সে উপজেলার ব্রজপুর গ্রামের আইয়ুব আলী মেয়ে ও এলাকার হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
আজ বুধবার সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার হাড়াভাঙ্গা-রামনগর রোড ব্রজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,ডিম কিনে বাসায় ফেরার পথে দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দিলে সে রাস্তায় লুটিয়ে পড়ে এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দি আল-শেফা ক্লিনিকে ভর্তি করে। স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করে রাখে যার নাম্বার” ঢাকা মেট্রো-চ-১৪-০২২০”
গাংনী থানার ওসি (তদন্ত) মোঃ সাজেদুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।