গাংনীতে সংঘর্ষে ৭জন আহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:11 PM, 14 January 2023

পানির পাইপ স্থাপনকে কেন্দ্র এক সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ৭জন আহত হয়েছেন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলো শুকুর আলী( ৪০) ও তার ছেলে সাকিব(৩০), আমজাদ হোসেন (৫০) ও তার ছেলে জুয়েল (৩০), আতিয়ার (১৮) আকাশ (৩৫) ও তার মেয়ে স্বপ্না খাতুন (১৮)।
আহত আমজাদ হোসেন জানান, ময়লা পানি বের করার জন্য তার জমির উপর দিয়ে পাইপ স্থাপন করেন আতিয়ার ও তার লোকজন। এতে নিষেধ করলে তারা হামলা চালায়। পাল্টা অভিযোগ করেন আতিয়ার। তিনি জানান, নিজের জমির উপর পাইপ সথাপন করতে গেলে ওই জমি আমজাদ ও তার লেঅকজন নিজের বলে দাবী করে হামলা চালায়। আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালঅলে উভয় পক্ষের লোকজন আহত হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

আপনার মতামত লিখুন :