গাংনীতে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন ও শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আক্টোবর) সকালে ল্যাবের উদ্বোধন ও শেখ রাসেলের ৫৯ তম জন্মদিনের কেক কাটা হয়। সারাদেশে একযোগে ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যায়ের নানা কর্মসূচীতে প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ও গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী লাইলা আরজুমান বানু শিলা, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।