গাংনীতে শীত বস্ত্র বিতরণ


মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে গাংনীর হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ৫০০ জন শীতার্তকে একটি করে কম্বল বিতরণ করেন সাহিদুজ্জামান খোকন এমপি।
স্থানীয় সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু ও গাংনী পৌরসভার কাউন্সিলর মোতালেব হোসেন। অনুষ্ঠানে সাহারবাটি ইউপির বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।