গাংনীতে শীতে আগুন তাপাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:49 PM, 01 January 2023

মেহেরপুরের গাংনীতে শীত নিবারণের জন্য আগুন তাপাতে গিয়ে জামেলা খাতুন পুটি(৮০) নামের এক বৃদ্ধার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। রবিবার(১ জানুয়ারী) বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামেলা খাতুন গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের মৃত বদর উদ্দিন বানু’র স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার(৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে তীব্র শীতে জামেলা খাতুন শীত নিবারণের জন্য নিজ বাড়িতে খরকুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে।অসাধারণবশত তার পোশাকে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরের তার মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডে বৃদ্ধার নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক।

আপনার মতামত লিখুন :