গাংনীতে শীতবস্ত্র বিতরণ
জাগো মেহেরপুর এর আয়োজনে এবং বিশ্বাস পরিবার, আশ্রয় নারী উন্নয়ন সংস্থা, সচিন্দ্রনাথ ফাউন্ডেশন ও বিভিন্ন মানুষের সহযোগিতায় ভ্যান চালকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে গাংনী উপজেলা অডিটোরিয়ামে জাগো মেহেরপুরের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ এ এস এম নাজমুল হক সাগর।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহমেদ আলী, গাংনী সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম জাগো মেহেরপুরের সদস্য সচিব শোয়েব রহমান ও গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন।
অনুষ্ঠানে ২৫০ জন ভ্যান চালকদের মধ্যে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়েছে।