গাংনীতে শীতবস্ত্র বিতরণ
মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রান তাহবিল থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বুধবার(২৫ জানুয়ারী) ১১ টার দিকে সহড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ শতাধিক দুস্থ্য ও অসহায় শীতার্তদের মাঝে শাল চাদর বিতরণ করা হয়।স্থানীয় ষোলটাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৭৪ মেহেরপুর-০২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি। এসময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।