গাংনীতে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ আটক
মেহেরপুরের গাংনীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খলিলুর রহমাস (৫৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামে। খলিলুর রহমান ওই গ্রামের দক্ষিণপাড়ার মৃত পাতান শেখের ছেলে। সে পেশায় একজন আইসক্রীম ব্যবসায়ী।
বুধবার (৮ জুন) দুপুরে গাংনী থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খলিল তার প্রতিবেশীর এক শিশুকে নিজ বাড়ির ল্যাট্রিনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে বাড়ির আশে-পাশের মানুষ ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং খলিলকে ঘরে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।