গাংনীতে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার -১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:26 PM, 25 October 2023

মেহেরপুরেরর গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে ১১বছবর বয়সি এক শিশুকে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ফারুক হোসেন (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলাবর (২৪অক্টবার) দুপুরে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারককৃত ফারুক হোসেন বেতবাড়িয়া গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিতা-মাতার অনুস্থিতিতে ওই শিশুকে মাটির তৈরি টিয়া পাখি দেখানোর লোভ দেখিয়ে ঘরের ভেতর জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। শিশুটির আত্ম-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে ফারুক হোসেন পালিয়ে যায়। ঘটনার পরে শিশুটির বাবা ওইদিন বাদি হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ফারুক হোসেন নামের একজনকে গ্রেপ্তার পূরাবক আজ বুধবার(২৫ অক্টোবার) মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :