গাংনীতে শাশুড়িকে হত্যার ঘটনায় জামাতা পুলিশের হাতে আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:24 PM, 23 August 2022

(ফলোআপ)মেহেরপুরের গাংনীতে শাশুড়িকে হাসোয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় জামাতা বাদশা(২৫) কে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তাকে আটক করে পুলিশ।বাদশা উপজেলার করমদি গ্রামের সাহাবুর পাড়ার রবিউল ইসলামের ছেলে।গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শাশুড়িকে হত্যা করে পালিয়ে করমদী গ্রামের সাহাপুর পাড়ায় নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহায়তায় বাদশাকে আটক করে পুলিশ।
বাদশা বিরুদ্ধে মামলা রুজু করে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্যঃ পারিবারিক কলহের জের ধরে শাশুড়ি রঙ্গিলা খাতুন(৪৫) কে দেশীয় অস্ত্র(হাসুয়া) কুপিয়ে হত্যা করে।এ সময় তার ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিনি(২২) তার রঙ্গিলা খাতুনকে বাঁচাতে আসলে তাকেও কুপিয়ে আহত করে।

আপনার মতামত লিখুন :