গাংনীতে শাশুড়িকে কুপিয়ে হত্যা 

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:28 PM, 23 August 2022

পারিবারিক বিরোধের জের ধরে মেহেরপুরের গাংনী উপজেলার করমদিতে রঙিলা খাতুন (৪৫) নামের এক মহিলাকে কুপিয়ে হত্যা করেছে জামাতা বাদশাহ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে করমদি মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে। এতে রঙিলার মেয়ে রিনি খাতুনও আহত হয়েছে। অভিযুক্ত জামাতা বাদশাহ একই গ্রামের সাহাবুর পাড়ার রবিউল ইসলামের ছেলে।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল সেখানে পৌছে মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, সকালের দিকে বাদশা ও তার স্ত্রী রিনি খাতুন এর মধ্যে ঝগড়া চলছিল এ সময় শাশুড়ি রঙ্গিলা খাতুন বাধা দিলে বাদশার হাতে থাকা হাসুয়া দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছ।   মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে আসামি বাদশা পলাতক আছে। পুলিশ তাকে গ্রেফতার  করার জন্য  ইতোমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে।
তিনি আরোও জানান বাদশার নামে গাংনী থানা তে মাদকসহ আরো কয়েকটি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন :