গাংনীতে শাক দিয়ে মাছ ঢাকতে সংবাদ সম্মেলন
মেহেরপুরের গাংনীতে নিজের অপরাধ অপুকে ডাক্তার সংবাদ সম্মেলন করেছে জান্নাত (২৫) নামের এক যুবক। জান্নাত গাংনী উপজেলার রামনগর গ্রামের আজাদ আলীর ছেলে ও পেশায় একজন মটরসাইকেল মেকানিক। সে একটি অপহরণ মামলার সন্দেহভাজন আসামি ছিল।
গত ২৬ ও ২৭ এপ্রিল বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ” গাংনীতে মোটরসাইকেল মিস্ত্রি থেকে কোটিপতি এর রহস্য শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর মাঠে নামে পুলিশ। বিস্তর তদন্ত করে পুলিশ ঘটনার সত্যতা পায়। জান্নাত অপহরণের সাথে জড়িত থাকায় গত ২৯ এপ্রিল রামনগর থেকে গাংনী থানার এসআই জহির রায়হান তাকে আটক করে এবং অপরহরণ মামলায় আদালতে প্রেরণ করে।
পরে জেল থেকে জামিনে এসে ৫ মে গাংনী উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জান্নাত। সংবাদ সম্মেলনে জান্নাত দাবী করে গাংনীর চোখের সত্বাধিকারী রাব্বি আহমেদ তার কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়েছে।
কিন্তু সংবাদ প্রকাশ হওয়ার পর ও আটকের পূর্বে জান্নাত তার গ্রাম রামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে জান্নাত বলেছিল কোন সাংবাদিক তার কাছে টাকা চায়নি। ৫ ই মে যে সংবাদ সম্মেলন করে করেছে তা যেন শাক দিয়ে মাছ ধরার সামিল বলে মন্তব্য করেছে গাংনীর চোখের সম্মাদক ও প্রকাশক এবং জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি রাব্বি আহমেদ।