গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:01 PM, 14 December 2020

সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতেও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর- ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মকবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম, থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দীন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী প্রমূখ।

 

আপনার মতামত লিখুন :