গাংনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন
মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,জেলা বিএনপির অন্যতম নেতা জুলফিকার আলী ভূট্টো,আলফাজ উদ্দীন কালু,সাবেক ছাত্রদল নেতা গোলাম কাউছার,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাসসহ মহিলাদল,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।