গাংনীতে শহীদ জিয়া পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মেহেরপুরের গাংনীতে শহীদ জিয়া পরিষদের ৬ষ্ঠ বার্ষিকীর উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সারবাটি ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাহারবাটি ইউনিয়ান বিএনপি নেতা এনামুল হক বেলু, প্রবাস থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মশিউর রহমান লিপ্টন, দেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ আহমেদ, শহীদ জিয়া পরিষদের সাহারবাটি ইউনিয়ন সহ-সভাপতি জিকু।
আলোচনা সভায় বক্তারা বলেন,জুলাই আগস্ট বিপ্লবে দেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন হলেও এখন তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা আরও বলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাসহ পালিয়ে থাকা অন্যান্য নেতারা দেশকে অস্থিতিশীল করতে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তাই তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।