গাংনীতে লকডাউন বিধি লঙ্ঘন করায় দুজনকে জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:04 PM, 25 July 2021

তৃতীয় দফার কঠোর লকডাউনের তৃতীয় দিনেও জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে ও ঘরে রাখতে সচেষ্ট রয়েছেন গাংনী উপজেলা প্রশাসন। লকডাউন কার্যকর করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে গাংনী উপজেলার বামুন্দি বাজার ও গাংনী পৌরসভা এলাকায় কোভিড-১৯ প্রতিরোধকল্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় বামুন্দি বাজারে স্বাস্থ্যবিধি ভংগের দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুসারে ২ জন ব্যাক্তিকে ২ টি মামলায় মোট ২৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী ও বামুন্দি পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আপনার মতামত লিখুন :