গাংনীতে লকডাউন বাস্তবায়নে মেয়র আহম্মেদ আলীর সচেতনতামূলক প্রচারণা
মেহেরপুরের গাংনীতে করোনা সংক্রমণরোধে ৩য় ধাপের ৮ম দিনের কঠোর লক ডাউন অব্যাহত রয়েছে। সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকারী বিধি নিষেধ কঠোর লক ডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী জনগণকে উদ্বুদ্ধ করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ।
গতকাল শুক্রবার বিকালে গাংনী বাসস্ট্যান্ডে পৌর সভার মেয়র আহম্মেদ আলীকে সশরীরে উপস্থিত থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে সরকারী বিধি নিষেধ, মাস্ক ব্যবহার, ও সামাজিক দুরত্ব মেনে চলতে উদ্বুদ্ধ করতে দেখা গেছে।গাংনী শহরের সকল দোকান পাট , ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। যান বাহন চলাচল অনেকটা কম ছিল।
পৌর মেয়র আহম্মেদ আলী আরও বলেন আপনারা সরকারী বিধি নিষেধ মেনে চলেন । তিনি পথচারী ও যানবাহনে চলাচল কারী সকলকে মাস্ক ব্যবহার ও ঘরে অবস্থান করার জন্য ও অকারনে বাইরে না যেতে পরামর্শ দেন।
এসময় গাংনী থানা পুলিশের একাধিক দল, ব্যাটালিয়ন আনছার সদস্য সহযোগিতা করেন। বিভিন্ন মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে পুলিশ ও আনসার সদস্যরা মোটর সাইকেল ও রিক্সা ভ্যান , অটো ভ্যানের যাত্রীদের মাস্ক ব্যবহার করতে সহযোগিতায় করেন।