গাংনীতে লকডাউন বাস্তবায়নে চা ব্যবসায়ীর বিশেষ কৌশল অবলম্বন
বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বিশেষ কৌশল অবলম্বন করেছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী সর্দার পাড়ার চা বিক্রেতা মহিবুল ইসলাম।
আজ থেকে বৃহস্পতিবার কঠোর থেকে কঠোর ভাবে লকডাউন পালনে মহিবুল ইসলাম তার নিজ চায়ের দোকানের মাচায় বাবলা ও কুলের কাটা দিয়ে রেখেছেন।
গত মঙ্গলবার রাতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম সাহারবাটী ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালীন সময়ে মাইলমারী গ্রামের মহিবুলের চায়ের দোকানে উপস্থিত হন এবং তার চায়ের দোকানের আড্ডা বন্ধ রাখার পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন বাস্তবায়নে মাচায় বাবলা ও কুলের কাটা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কথা যা কাজেও তাই, চায়ের দোকানের দু’টো মাচানেই কাটা দিয়ে বেঁধে রেখেছেন। যাতে করে সাধারণ মানুষ মাচায় বসে আড্ডা না দিতে পারে।
মহিবুলের এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন গ্রামের সচেতন মহল। তবে চায়ের দোকান বন্ধ রেখে তার অভাবের সংসারে দু’মুঠো ভাতের ব্যবস্থা করা খুবই দুরূহ হয়ে পড়বে মহিবুলের জন্য। কঠোর লকডাউন চলাকালীন সময়ে কিভাবে চলবে তার সংসার এ নিয়ে মহিবুল বড়োই চিন্তিত। তবুও মাচায় কাটা বেঁধে ও লাল ফিতা ঝুলিয়ে রেখেছেন। যাতে করে সাধারণ মানুষ মহিবুলের মাচায় বসে আড্ডা না মারে। একই সাথে তার দোকান পুরোদমে বন্ধ রাখার সিদ্ধান্তসহ সকল ধরনের চা পিপাসুদের অন্যান্য চায়ের দোকানে না যাবার পরামর্শ দিয়েছেন।
এমতবস্থায় তার অভাবের সংসারে দু’মুঠো ভাতের যোগান নিশ্চিত করতে গাংনী উপজেলা নির্বাহী অফিসারসহ উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।