গাংনীতে লকডাউনে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ(ভিডিওসহ)
মেহেরপুরের গাংনীতে এক সপ্তাহের কঠোর লকডাউনে কর্মহীন ও দারিদ্র্য মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২পার দিকে গাংনী পৌর এলাকার দাসপাড়ায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম।
পৌর মেয়র আহম্মেদ আলী জানান, টানা এক সপ্তাহের লকডাউনে সাধারণ খেটে খাওয়া মানুষ অসহায় ও কর্মহীন হয়ে পড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তা আমরা বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। তিনি আরো বলেন, কর্মহীনতা দরিদ্র প্রতিটি পরিবারের মাঝে ১০কেজি চাউল নিত্যপ্রয়োজনীয় পণ্য ও নগদ ৫’শ টাকা করে প্রদান করা হচ্ছে এছাড়াও প্রতিটি ওয়ার্ডের তালিকা করে যাচ্ছি এর ফলে প্রতিটি বাড়িতে যেন উপহার সামগ্রী পৌঁছে দিতে।
এ প্রসঙ্গে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, করোনা সংক্রমণরোধে মানুষ জড়ো করে উপহার দেওয়া যাবে না। উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।