গাংনীতে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-১
রাব্বি আহমেদঃমেহেরপুরের গাংনীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর অভিযানে ২৮বোতল ফেন্সিডিলসহ আক্তার হোসেন(৪২) নামের এক মাদক কারবারিক আটক।গতকাল শনিবার(১৩-আগস্ট) দিবাগত রাত আড়াই টার দিকে হোগলবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আক্তার হোসেন গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের এইতো গোলাম মোস্তফার ছেলে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান গাংনীর চোখ’কে জানান, গাংনী উপজেলাধীন হোগলবাড়িয়া গ্রামের আক্তার হোসেনের বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে ২৮বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের ৯৮হাজার টাকাসহ তাকে আটক করে। আটককৃত আক্তার হোসেনকে গাংনী থানায় হস্তান্তর পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।