গাংনীতে ভুল অপারেশনে রোগীর মৃত্যুর অভিযোগ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:23 PM, 17 March 2024

মেহেরপুরের গাংনীতে ভুল চিকিৎসায় পান্না খাতুন(২২) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পান্না খাতুন গাংনী উপজেলার দেবীপুর গ্রামের সেলিম রেজার স্ত্রী।
পান্নার স্বজনেরা জানান, আজ সকালে পান্নার প্রসাব বেদনা উঠলে পরিবারের লোকজন হাসিনা প্রাইভেট হাসপাতাল এন্ড গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে। সেখানে আবু সালেহ মোঃ ইমরান হোসেন সিজারিয়ান অপারেশন করে। রোগীর অবস্থা অবনতি হলে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।আমাদের রোগীর ঠিকভাবে অপারেশন করতে পারেনি।
তবে রোগী মৃত্যুর ঘটনার পর থেকেই হাসিনা প্রাইভেট হাসপাতাল এন্ড গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারে কর্মকর্তা-কর্মচারীরা পলাতক রয়েছে।
প্রতিবেশী মো: মন্টু মিয়া বলেন, রোগীর অবস্থা খুব খারাপ হলে হাসপাতাল কর্তৃপক্ষ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়।হাসপাতালে অপারেশন ভুল হয়েছে বলেই হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত রোগীকে রেফার্ড করে দিয়েছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম জানান,এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, এখন পর্যন্ত বিষয়টি শুনেছি, খোঁজখবর নিচ্ছি।ঘটনার সত্যতা পেলে ক্লিনিক এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্যঃ ইতিপূর্বেও হাসিনা প্রাইভেট হাসপাতাল এন্ড গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারে একাধিক রোগীর মৃত্যুর অভিযোগ আছে। মালিক কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে খোব এলাকাবাসীর।

আপনার মতামত লিখুন :