গাংনীতে রেশমির মৃত্য নিয়ে নানা গুঞ্জন
মেহেরপুরের গাংনীতে গৃহবধূ রেশমি খাতুন (১৭) হত্যা নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।গতকাল বৃহস্পিবার(২৫-আগস্ট) বিকালে তার শশুর বাড়ির যুগিন্দা গ্রামের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।রেশমি খাতুন গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের আলী হোসেনের স্ত্রী ও মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ-শালিকার গ্রামের কদর উদ্দীনের মেয়ে।
রেশমির দুলাভাই রনি জানান, স্থানীয় লোকজনের মুখে মুখে রেশমিকে নির্যাতনের কথা শুনেছি। তবে এটি হত্যা, কি আত্মহত্যা এ নিয়ে আমাদের সন্দেহের তীর তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেশমি ও আলী হোসেনের মধ্যে বিভিন্ন কারণে-অকারণে ঝগড়া বিবাদ লেগে থাকতো। গতকালও তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া ঘাটের একপর্যায়ে আলী হোসেন তাকে পিটি আহত করে। কিছুক্ষণ পর আত্মহত্যা করেছে বলে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, রেশমি লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে এটি হত্যা,কি আত্মহত্যা।