গাংনীতে যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনী উপজেলা সমবায় অফিসের উদ্দ্যোগে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি প্রকল্প (সিভিডিপি) ৩য় পর্যায়ে সমবায়ীদের অংশগ্রহণে যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছ।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টুর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমদ। প্রশিক্ষণে ১৫টি সার্বিকগ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬০ জন সদস্য অংশগ্রহণ করেন।