গাংনীতে যুবলীগ নেতা জিয়ারুল হকের ফুটবল বিতরণ
নেশা ছেড়ে ফুটবল ধরি সুস্থ্য-সবল জীবন এই মিশন কে সামনে রেখে যুবসমাজের হাতে ফুটবল তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগের বামন্দি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও বামন্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক।
শনিবার বিকেলে গাংনী উপজেলার রামনগর ফুটবল মাঠে ফুটবল বিতরণ করেন তিনি।
এ সময় তিনি বলেন, নেশা শুধু একটি মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ তথা দেশকে বিপদের দিকে নিয়ে যায়। তাই নেশা থেকে যুবসমাজকে ফেরাতে খেলাধুলা অগ্রণী ভুমিকা পালন করতে পারে। বিশেষ করে ফুটবল খেলা একটি মানুষের শারীরিক সুস্থতা ও মানুষের মনকে প্রফুল্ল রাখে। সুস্থ শরীর, প্রফুল্ল মন সুন্দর ভবিষ্যৎ এনে দিতে পারে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষণা মাদকের উপর জিরো টলারেন্স। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি আরো বলেন, যুব সমাজকে যদি খেলাধুলার আওতায় আনা যায় তাহলে আমরা জাতিকে একটি সুস্থ্য, সবল ও মাদকমুক্ত প্রজন্ম উপহার দিতে পারব।
পরিশেষে তিনি যুব সমাজকে খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রামনগর গ্রামের বর্তমান বামন্দি ইউপি সদস্য হাবিল উদ্দীন, সাবেক সদস্য পান্না, যুবলীগ রামনগর ওয়ার্ড সভাপতি আব্দুল আলীম, যুবলীগ নেতা আবুল বাশার,
আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও স্থানীয় নেতৃবৃন্দু।