গাংনীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:42 PM, 11 November 2020

মেহেরপুরের গাংনীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।আজ বুধবার দুপুরে গাংনী উপজেলা যুবলীগের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শফি কামাল পলাশের স ালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,সাবেক যুবলীগ নেতা আব্দুস সালাম,গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি,ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এর আগে এদিন সকাল ৮টার দিকে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

 

আপনার মতামত লিখুন :