গাংনীতে যুবদলের সাংগঠনিক সম্পাদককে পিটিয়া আহত
মেহেরপুরের গাংনীতে কাজিপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন আলী(৩৫) কে পিটিয়ে আহতের ঘটনা ঘটেছে।আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার বেতবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।আহত সুজন আলী বেতবাড়িয়া গ্রামের ঘাটপাড়ার আব্দুর সালামের ছেলে।
আহত সুজন আলী জানান,গত বৃহস্পতিবার(০১-সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে নেতাকর্মীদের নিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করাই রাগ ক্ষবে আমাকে পিটি আহত করে একই গ্রামের নজির বাঙ্গালের ছেলে কমরুল(৪০) ও রহিম মোল্লার ছেলে মিলন(৩৫)। স্থানীয়রা উদ্ধার করে হেফাজতে নেন।
কাজিপুর ইউনিয়ান বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা জানান, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামকে কেন্দ্র করে নেতাকর্মীদের নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছিলেন সুজন আলী। এজন্যই তাকে পিটি আহত করা হয়েছে বলে স্থানীয়দের মুখে শুনতে পেয়েছি।কিন্তু এভাবে হামলা করা ন্যাক্কারজনক।
স্থানীয় মেম্বার সাইদুর রহমান জানান, কোন মারামারির ঘটনা ঘটেনি এমনি বকাঝকা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি আমার জানা নেই, তবে ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা।