গাংনীতে যুবদলের নতুন কমিটি গঠন
মেহেরপুরের গাংনীতে জাতীয়বাদী যুবদলের তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের গতিশীলতা আনতে পুরাতন কমিটি ভেঙে আজ রবিবার নতুন কমিটির অনুমোদন দেন গাংনী উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপন বিশ্বাস ও সদস্য সচিব জাহিদুল ইসলাম।
মোঃ হাসান আলী’কে সভাপতি ও মোঃ মিলন হোসেন’কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যকে আগামী ৪৫ দিনের মধ্যে ওয়ার্ডসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
গাংনী উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপল বিশ্বাস গাংনীর চোখ কে জানান, নবগঠিত কমিটির দলের সাংগঠনিক ভূমিকা পালন করবে। এছাড়াও কর্মীবান্ধব সংগঠন গড়ে তোলার লক্ষ্যে ত্যাগীদের নিয়ে সংগঠন করা কার্যক্রম চলমান রয়েছে।