মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা ও ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী বাজারের উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান রেজাউল হক মাষ্টার।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, সাংগঠনিক সম্পাদক ও সাবেক সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল।
সভায় ৯ নম্বর রাইপুর ইউনিয়নে হেমায়েতপুর গ্রামের আরেফিন হোসেনকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি এবং ৬ নম্বর ষোলটাকা ইউনিয়নে আমতৈল গ্রামের শামীম আহম্মেদকে আহবায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট আহবায়ক গঠন করা হয়। সভায় এ কমিটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান গাড্ডু, সহ-সভাপতি আঃ হামিদ, সহ-সভাপতি ও ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি এবং ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু, বিএনপি নেতা ষোলটাকা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলফাজউদ্দিন কালু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, বিএনপি নেতা ও ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, পৌর যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com