গাংনীতে যুবককে কুপিয়ে আহত
মেহেরপুরের গাংনীতে মেঘা লাল(২৮) নামের এক যুবককে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার বামন্দী এলাকায় পরিত্যক্ত জঙ্গলে এ ঘটনা ঘটে। আহত মেঘালায়া উপজেলার বামন্দি এলাকার হরিজন সম্প্রদায় মতিলাল ওরফে রতনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,কয়েকজন যুবক একটি পরিত্যক্ত জঙ্গলে বসে নেশা করছিল। সম্ভবত তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন কে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয়েছিল। একারণেই বাকি যুবকরা ক্ষিপ্ত হয়ে মেঘা লালকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। বামন-দিকে পুলিশের সহায়তায় মেঘলাল কে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়।ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে বামন্দী পুলিশ।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি।এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।