গাংনীতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:49 PM, 18 February 2024

মেহেরপুরের গাংনীতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো: কাবেল হোসেন ওরফে কাবিল (৬২) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো: কাবেল হোসেন উপজেলার হারাভাঙ্গা ফরাজীপাড়ার মৃত আমির ফরাজির ছেলে।

গাংনী থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী জানান,যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী মো: কাবেল হোসেন ওরফে কাবিল তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নামে কুষ্টিয়া দৌলতপুর থানায় ২৯-০৮-২০১৮ তারিখে একটি মাদক মামলা হয়।সে মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মো: কাবেল হোসেন ওরফে কাবিলকে আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন :