গাংনীতে মৎস্য অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ
মেহেরপুরের গাংনীতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর, উন্মুক্ত জলাশয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে গাংনী মৎস্য অফিসের উদ্যোগে ২০২০-২১ অর্থবছরের বাজেটে পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার রবিউল আলম(অঃদঃ)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, সহকারী কমিশনার (ভ‚মি) নুর ই আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।