গাংনীতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-৩
মেহেরপুরের গাংনীতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গাংনী হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- উপজেলার আজান গ্রামের জিয়াউর রহমানের ছেলে রৌমিক হোসেন (১৮), একই গ্রামের সাবদুর রহমানের ছেলে নয়ন (১৮) ও গাড়াডোব গ্রামের আব্দুস সামাদের ছেলে মিঠু (২৮)।
আহত নয়ন জানায়, রৌমিক ও নয়ন মোটর সাইকেল যোগে গাংনীতে আসছিল। হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এ সময় উভয় মোটর সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে তিনজনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। নয়নের অবস্থা কিছুটা ভালো হলেও অন্যান্যদের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।