গাংনীতে মোটরসাইকেল-লাটাহাম্বার সংঘর্ষে ১জন আহত
মেহেরপুরের গাংনী উপজেলার কুঞ্জুনগর গ্রামের মোটরসাইকেল এর সাথে অবৈধযান লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা কুঞ্জনগর গ্রামে মিকুশিস পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। এতে একই উপজেলার বাওট গ্রামের ফজলুর ছেলে আনিচুর রহমান (৫৫) মারাত্মক আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাওট গ্রাম থেকে মটোরসাইকেলযোগে আনিচুর রহমানসহ আরও ২জন চাঁদপুর গ্রামে ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় কুঞ্জনগর গ্রামে মিকুশিস স্কুল পাড়ায় পৌছলে বিরীত দিক থেকে আসা অবৈধযান লাটাহাম্বা মুখোমুখি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে সে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।