গাংনীতে মোটরসাইকেল চাকলকে গাছে বেঁধে ছিনতায়

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  05:43 AM, 30 January 2024

আশিক নাকে এক যুবককে গাছে সাথে বেধে মোটরসাইকেল ছিনতায়ের ঘটনা ঘটেছে। সোমবার(২৯ জানুয়ারি) মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়াঘাট-কল্যাণপুর সড়কে এ ঘটনা ঘটে। আশিক কল্যাণপুর গ্রামের রফিকুল ইসলাম দফাদারের ছেলে ও পেশায় একজন মাটি ব্যবসায়ি। তিনি ট্রাক্টর ও ট্রলি দ্বারা মাটি বহনের মাধ্যমে সেই মাটি ইটভাটায় বিক্রি করে থাকেন।

আশিক জানান, সােমবার সকালে তিনি মােটরসাইকেল যােগে মাটি কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝােড়াঘাট-কল্যাণপুর সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। আগে থেকে ওঁৎ পেতে থাকা ৪ জনের একটি ছিনতাইকারী দলের সদস্যরা অস্ত্র ঠেকিয়ে গতিরােধ করে। ৪ ছিনতাইকারীর মধ্যে ২জন তাকে গাছে বেঁধে রাখে। বাকি ২জন মোটরসাইকেল নিয়ে গন্তব্য স্থানে পৌঁছানাের পর তাদের কাছে ফােন দেয়। এসময় ওই ২জন আশিককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
এদিকে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মােটরসাইকেলটি উদ্ধার ও ছিনতাইকারীদের আটক করার লক্ষে পুলিশের একাধিক দল কাজ করছে।

আপনার মতামত লিখুন :