গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:18 PM, 17 October 2024

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় আসাদ (৫২) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছে। বুধবার(১৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ গাংনী উপজেলার বাওট গ্রামের ভূটির দোকান এলাকার মসলেম উদ্দিন এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সবজি বিক্রি শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে জোড়পুকুরিয়া নামক স্থানে দাঁড়িয়ে ছিলেন। দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে আসাদকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আদিলা আজহার তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :