গাংনীতে মোখলেছুর রহমান মুকুলের জনসংযোগ

গাংনীতে মোখলেছুর রহমান মুকুলের জনসংযোগ

শেয়ার করুন

শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে চলছে জনসংযোগ। শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল ধানখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন।
জনসংযোগে বর্তমান সরকারের হাত ধরে উন্নত বাংলাদেশ বির্নিমানে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। আড়পাড়া, শানঘাট, বেড়, চান্দামারি ও চাঁদপুর গ্রামে জনসংযোগকালে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাদ্দেস আলী, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওয়ালিদ আল জাবির প্লাবন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবীর হামজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গাংনী উপজেলা