গাংনীতে মুদি ব্যবসায়ীকে অর্থদন্ড, সিগারেট জব্দ
পুরাতন মড়কে সিগারেট বিক্রির অপরাধে মেহেরপুরের গাংনীতে এক মুদী ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আজ রোববার দুপুরে মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া বাজারে মিজান স্টোরের সত্বাধিকার মিজানুর রহমানের নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
সেই সাথে জব্দ করা হয়েছে ২২ হাজার ৯শ’ ৮০ টাকা মূল্যের ১৪ হাজার ৬শ’ ৮০ শলাকা সিগারেট । মিজান স্টোরের সত্বাধিকারী মিজানুর রহমান বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার মরহুম হাজী আজিজুর রহমানের ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম। জেলা পুলিশের একটি বিশেষ টিম ।