গাংনীতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


মেহেরপুরের গাংনীতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে গাংনী সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা, অর্থ ও প্রশাসন কর্মকর্তা ফরহাদ আলী খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম অন্ডাম, গাংনী প্রেসক্লাব সহ-সভাপতি মজনুর রহমান আকাশ। এ সময় প্রজেক্ট অফিসার মানসুরা মুক্তা ও সহকারী হিসাব রক্ষক সারিউল ইসলাম, নাসরিন সুলতানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।