গাংনীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক লালজমিন মঞ্চস্থ
স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক একক নাটক “লালজমিন” মঞ্চস্থ হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের ওকি নিকুসাকা সম্মেলন কক্ষে এ নাটক মঞ্চস্থ হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযােগিতায় ও মেহেরপুর জেলা প্রশাসনের নির্দেশনায় নাটকের আয়ােজন করে গাংনী উপজেলা প্রশাসন।
ঢাকার শূন্যন রেপার্টরি থিয়েটার-এর শিল্পী মােমেনা চৌধুরী নাটকে অভিনয় করেন।
নাটকটি রচনা করেছেন মান্নান হিরা।
নাটকটি নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী।
আয়ােজনের সার্বিক দায়িত্ব পালনে ছিলেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
আয়ােজনে অতিথি ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী উপজেলা মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন,গাংনী থানার ওসি বজলুর রহমান,গাংনী মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সাবেক সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, ইয়াছিন রেজা, সন্ধানী সংস্থার পরিচালক আবু জাফর,তেরাইল-জােড়পুকুরিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুম-উল হক মিন্টু, মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন,সাধারণ সম্পাদক হাজী মহাম্মদ শফি কামাল পলাশ,গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।