গাংনীতে মিথ্যা মামলা রুজু করায় সংবাদ সম্মেলন
ঘটনা তদন্ত না করেই মামলা রেকর্ড করায় সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুরের গাংনীর ধর্মচাকী গ্রামের দরীদ্র ভ্যান চালক রুবেল হোসেন। আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে এ সংবাদ সম্মেলন করেন তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা কোন তদন্ত ছাড়াই প্রতিবেদন দেয়ার ওসি মামলাটি রেকর্ড করেন। এতে হয়রানীর শিকার হচ্ছেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গাংনীর চেংগাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলের মাসুদুর রহমানের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আদালতে একটি মামলাও বিচারাধীন। বিবাদমান জমিতে রয়েছে বাঁশ বাগান। মামলা চলমান থাকায় ওই জমিতে কেউ ভোগ দখল নিতে যান না। হঠাৎ মাসুদুর রহমান ১২ ডিসেম্বর গাংনী থানায় একটি মামলা করেন। যার তদন্তভার দেয়া হয় এসআই আতিকুর রহমানকে। তিনি কোন তদন্ত ছাড়াই প্রতিবেদন দাখিল করলে ওসি সাহেব মামলাটি রেকর্ড করেন যার নং- ১৫ তাং- ১২-১২-২৩ ইং।
মামলায় একজনকে নামীয় ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করায় হয়। এজাহারে ৬০ টি বাঁশ কেটে নেয়া ছাড়াও এক লক্ষ টাকা তছরুপের ঘটনা উল্লেখ করা হয় যা সম্পর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেন রুবেল হোসেন। এতে বাদী নিরাপত্তাহীনতা ছাড়াও গ্রেপ্তার আতঙ্কে রয়েছে তিনি ও তার পরিবারের লোকজন।
সংবাদ সম্মেলন ও সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা মেলেনি। সেই সাথে গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করা হলে কেউ বাঁশ কাটার কথা জানেন না এবং বাঁশ কাটা ও তছরুপের আলামত পাওয়া যায় নি।
মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিবাদী কোন দোষি না হলে মামলা থেকে বাদ দেয়া হবে। তাছাড়া ওসি সাহেব মামলাটি রেকর্ড করেছেন। এখানে তার হাত নেই।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন সাপেক্ষে মামলাটি রেকর্ড করা হয়েছে। এখন কিছুই করার নেই।