মেহেরপুরের গাংনীতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী নিরলস চেষ্টা করে যাচ্ছেন। নকডাউনের এসময়ে যে সব মানুষ অযথা বাইরে ঘােরাফেরা করছে এবং মাস্ক বিহীন চলাফেরা করে বেড়াচ্ছে। তাদের ঘরমুখাে ও শতভাগ মাস্ক ব্যবহারে উদ্বৃদ্ধ করাচ্ছেন মেয়র আহম্মেদ আলী।
শুক্রবার দিনব্যাপি তিনি মাস্ক হাতে নিয়ে পৌর শহরের অলিগলি ঘুরেছেন। গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী জানান,পৌর এলাকার মানুষকে সচেতন করতে পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বর্তমান কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com