গাংনীতে মার্সেলের ফ্রিজ ক্রয় করে ১০ লক্ষ টাকা পেল সাগরিকা খাতুন
মেহেরপুরের গাংনীতে মার্সেল কোম্পনীর ফ্রিজ ক্রয় করে ১০ লক্ষ টাকার গিফট ভাউচার পেল সাগরিকা খাতুন।সাগরিকা খাতুন উপজেলার সাহেবনগর গ্রামের সদ্দারপাড়ার মৃত আমজাদ হোসেনের স্ত্রী।
তাজ ইলেক্ট্রনিক এর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের সভাপতিত্বে ১০লক্ষ গিফট ভাউচার প্রদান করেন মার্সেল ইলেকট্রনিক্স এর অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান, এ সময় মার্সেল ইলেকট্রনিকের সিনিয়র এক্সিকিউট অফিসার ডঃ সাখাওয়াত হোসেন, এরিয়া সেলস ম্যানেজার শামিম উদ্দীন, বামুন্দি বাজার কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল, বামন্দী তাজ ইলেকট্রনিক পরিচালক জিয়াদুল ইসলাম লিজন প্রমূখ উপস্থিত ছিলেন।
সাগরীকা খাতুন বলেন, আমার ছেলের সাজ্জাদ হোসেন সৌদি আরব থেকে টাকা পাঠাই এবং আমি বামুন্দি বাজারের তাজ ইলেকট্রনিক্স থেকে ১৩ জুন ৩৭হাজার ২০০টাকা দিয়ে একটি মার্সেল ফ্রিজ ক্রয় করি।১৭জুন মোবাইল ফোনে মেসেজ এসে জানতে পারি আমি ১০ লক্ষ টাকার গিফট ভাউচার পেয়ে বামন্দি তাজ ইলেকট্রনিকেল যোগাযোগ করি।আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আমাকে মার্সেল কোম্পানির মাধ্যমে তাজ ইলেকট্রনিক্স মার্সেল শোরুমে এসে আমার ১০ লক্ষ টাকার গিফট ভাউচার প্রদান করে।