গাংনীতে মায়ের কাছে টাকা না পেয়ে শিশুর আত্মহত্যা
মেহেরপুরের গাংনীতে ইসমাইল হোসেন (৯) নামের এক শিশুর আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার রাইপুর গ্রামের তার নিজ বাড়িতে আত্মহত্যা করে। ইসমাইল হোসেন রাইপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওবাইদুর রহমান জানান,টাকা না দেওয়ায় ইসমাইল হোসেন তার মা আফরোজার উপর অভিমান করে গলায় ওড়না পেচিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। ইসমাইল হোসেনের বোন বৃষ্টি জানান,ছোট ভাই ইসমাইলকে ঘরে ঝুলতে দেখে তাকে নীচে নামিয়ে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।