গাংনীতে মামার হেসাের কােপে ভাগ্নের প্রাণ গেল

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:19 PM, 05 August 2024

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামে মামার হেসাের কােপে জামাল উদ্দীন (২৭) নামে এক ভাগ্নে নিহত হয়েছেন। নিহত জামাল উদ্দীন হিজলবাড়ীয়া গ্রামের আব্দুস সামাদ ওরফে নেপালের ছেলে।
সোমবার দুপুর দেড়টার দিকে হিজলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জামাল উদ্দীনের মামা আবুল কালাম আজাদ এর সাথে দীর্ঘদিন ধরে শরিকানা জমি নিয়ে বিরােধ চলছিল। আজ সােমবার এনিয়ে মামা-ভাগ্নের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মামা আবুল কালাম ভাগ্নে জামালকে হেসাে দিয়ে এলােপাতাড়ি কুপিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া খাতুন জানান, ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রোগীর মৃত্যু।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :