গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে সুজন,বিকশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরাম এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার নামক সংগঠন।মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম ও জাতীয় কন্যাশিশু এডভােকেসি ফােরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি অাব্দুর রশীদ,মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হােসেন,নারী নেত্রী নুরজাজান বেগম,বিএনপি নেতা মাে : অাব্দুল্লাহ,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।