গাংনীতে মাদার ল্যাকটেটিং কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্প -২০২০ অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায়-২০১৯-২০ অর্থ বছরের ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মসূচী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
‘শেখ হাসিনার আহবান নারী পুরুষ সমতা’এই প্রতিপাদ্য সামনে রেখে উপকার ভোগীদের নিয়ে হেলথ ক্যাম্প করা হয়।গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন প্রমুখ।এসময় মহিলা বিষয়ক অফিসের ট্রেড প্রশিক্ষক আরিফা খাতুন , নার্গিস সুলতানাসহ সকল স্টাফ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলার ৬ শতাধিক উপকারভোগীদের মাঝে মাস্ক,সাবান, বিস্কুট ,প্যাড বিতরণ করা হয়।