গাংনীতে মাদক সেবীর জেল-জরিমান
মেহেরপুরের গাংনীতে সাজেদুর রহমান সবুজ(২৫) নামের এক মাদক সেবীকে তিন মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার সন্ধ্যায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এ জেল-জরিমানার আদেশ দেন। সাজেদুর রহমান সবুজ গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ানের নওদা পাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানী ক্যাম্প পুলিশের অভিযানে পাঁচ পুরিয়া হেরোইন সহ সাজেদুর রহমান সবুজকে আটক করে। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারাই ভ্রাম্যমান আদালত বসিয়ে তিন মাসের জেল ও ১হাজার টাকা জরিমানা করা হয়।