গাংনীতে মাদক সেবীর কারাদণ্ড
মেহেরপুরের গাংনীতে বেদ আলী মণ্ডল(৬০) নামের এক মাদক সেবীকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহষ্পতিবার সকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মৌসুমী খানম এ দণ্ড প্রদান করেন। দণ্ডিতকে গাংনী থানা পুলিশের মাধ্যমে মেহেরপুর কারাগারে প্রেরেণ করা হয়েছে।বেদ আলী গাংনী উপজেলার বাওট গ্রামের করিম মণ্ডলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মৌসুমী খানম জানান, বেদ আলী একজন মাদক সেবী। তার বাড়িতে গাঁজা আছে এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম সেখানে অভিযান চালায়। এসময় তার হেফাজতে থাকা ৫০ গ্রাম গাঁজা পাওয়া গেলে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।