গাংনীতে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
মেহেরপুরের গাংনীতে মাদক মামলার পলাতক আসামী মোহন(২৮)কে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। আজ মঙ্গলবার(১০আগস্ট) সকাল ৯ টার দিকে তাকে আটক করে। আটককৃত মোহন উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী গাংনীর চোখ’কে জানান,গত সোমবার(২আগস্ট) মেহেরপুর গাংনী উপজেলার দেবীপুর এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১০পিস ইয়াবা ও ২’শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে মোহান পালিয়ে যায়। পলাতক মোহন কল্যাণপুর গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার,এএসআই হেলাল উদ্দিন,এএসআই মাহাতাব উদ্দিন আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোহন এর বিরুদ্ধে ওই দিনই গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১), ১০(ক), সারণীর ১৯(ক)/৪১।একটি মামলা দায়ের করে।যার মামলা নং-৪,তাং-০২-০৮-২১।