গাংনীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:36 PM, 01 April 2021

মেহেরপুরের গাংনীতে আজিজুল রহমান(৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করে। আটককৃত আজিজুল উপজেলার পৌরসভাধীন ০৩নম্বর ওয়ার্ড চৌগাছা মসজিদপাড়ার জামাল উদ্দীনের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী গাংনীর চোখ’কে জানান, মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রী কলেজের সামনে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেফতার করে,এ সময় তার কাছ থেকে ২০পিচ ইয়াবা,১৫গ্রাম গাঁজা, মাদক বিক্রয় এর ৪হাজার ৪’শ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে। তিনি জানান,ইতিপূর্বে আজিজুলের নামে আরও ৩টি মাদক মামলা রয়েছে। আটককৃত আজিজুলের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :